৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

মেলবোর্নে অনিশ্চিত ওয়ার্নার!

- Advertisement -

অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে নাস্তানাবুদ করার আনন্দটা নিশ্চই মিস করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। মাঠ নামতে এখন মুখিয়ে আছেন। কিন্তু ইনজুরিটাইতো সব গোলমাল পাকিয়েছে। দ্বিতীয় টেস্টে ফেরার কথা ছিল এই ওপেনারের। পুরোপুরি সেরে না উঠায় মেলবোর্ন টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তায় ওয়ার্নার।

সিডনিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার তড়িঘড়ি করে ওয়ার্নারকে উড়িয়ে আনা হয়েছে মেলবোর্নে। তবে চোট এখনও পুরোপুরি সারেনি। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান ওয়ার্নার। বক্সিং ডে টেস্টে ফিরতে না পারলে বছরের শুরুতে তৃতীয় টেস্ট দিয়ে আবারো মাঠে ফিরবেন এই অজি ওপেনার।

ওয়ার্নার না থাকায় দ্বিতীয় টেস্টেও ওপেন করতে দেখা যাবে ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে। যদিও অ্যাডিলেড টেস্টে  প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন দু’জনই। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৭০ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। দ্বিতীয় ইনিংসে ভারতকে ৩৬ রানের লজ্জা দিয়ে সিরিজে এখন চালকের আসনে অস্ট্রেলিয়া। তাই পরবর্তী ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন আনতে চায় না অজি টিম ম্যানেজমেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img