৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

দ্বিতীয় দিনও ভাসলো বেরসিক বৃষ্টিতে!

- Advertisement -

প্রথমদিন তাও প্রায় ‘সোয়া দুই’ সেশন খেলা হয়েছিলো, দ্বিতীয় দিন খেলা হলো সাকুল্যে মাত্র ৩৮ বল! এরপরই  বৃষ্টিতে পন্ড হয়ে গেলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের খেলা।

সকাল থেকে থেমে থেমে বৃষ্টির মধ্যে তিনবারের মতো খেলা শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়, আবার বৃষ্টি নামায় তা পেছানো হয়। বৃষ্টির কারণে লাঞ্চ নিয়ে নেওয়া হয় আগেভাগেই। অবশেষে বেলা ১টার খানিক আগে খেলা শুরু হয়। ইবাদাত হোসেন আর সৈয়দ খালেদ আহমেদ মিলে ৬.২ ওভার বল করেছেন। দেদারসে রান বিলিয়েছেন দুজনই। ইবাদাতকে টানা দুই চার মেরে পঞ্চাশ স্পর্শ করেছেন আজহার আলী।

এরপর আবারো বৃষ্টি নামে। বিকেল তিনটায় অবস্থা বুঝে খেলা ‘কলড অফ’ করে দেওয়া হয়। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ১৮৮/২। বাবর আজম ৭১* ও আজহার ৫২* রানে অপরাজিত আছেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img