১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত কারণে ম্যাচের দৈর্ঘ্য ৫০ ওভার থেকে কমিয়ে ২৭ ওভারে আনা হয়৷ নির্ধারিত ২৭ ওভারে ১৪০/৮ রান করে বাংলাদেশ। ৯ উইকেট আর ৪২ বল হাতে রেখে সে টার্গেট অনায়াসে চেজ করে নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা আজ অনেকটাই গুছিয়ে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল৷ ওপেনিং জুটিতে আসে ৫৯ রান৷ আউট হওয়ার আগে ওপেনার শামীমা সুলতানা করেন ৩৬ বলে ৩৩ রান। আরেক ওপেনার ফারজানা হক তুলে নেন ফিফটি। খেলেন ৬৩ বলে ৫২ রানের ইনিংস৷ অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা করেন ১৩ বলে ১১ রান, সোবহানা মোস্তারি করেন ২১ বলে ১৩ রান৷ এছাড়া শেষ দিতে লতা মন্ডল ৯*(১০) এবং সালমা খাতুন ৯(১০) রান করেন৷ নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ।

বল হাতে হতশ্রী বোলিং করে বাংলাদেশ৷ ২০ ওভারেই বাংলাদেশের দেওয়া ১৪১ রানের টার্গেটে অতিক্রম করে নিউজিল্যান্ড। ওপেনার সুজি বেটসের ৭৯*(৬৮) এবং অ্যামেলিয়া কেরের ৪৭*(৩৭) তে ভর করে ৯ উইকেট বিশাল জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন সালমা খাতুন।

আগামী ১৪ মার্চ ভোর চারটায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সেডন পার্কে পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img