৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

দ্বিতীয় সেশন রাহীর জোড়া আঘাত, টি -ব্রেকে ওয়েস্টইন্ডিজ ১৪৬/৪

- Advertisement -

লাঞ্চ ব্রেকের পরেই যেনো একটু নড়েচেড় বসেছিলেন ডাগআউটে বসা বাংলাদেশের ক্রিকেটার আর কোচিং স্টাফ, কারণও ছিলো। রাহী-সৌম্য-রাহী; মোটামুটি শক্ত অবস্থানে থাকা ওয়েস্টইন্ডিজকে কাঁপিয়ে দিয়েছেন দুইজন। লক্ষ্যনীয়, কোন স্পিনার নন, টি-সেশনে তিন উইকেট তুলে ঢাকা টেস্টের নিয়ন্ত্রন টাইগারদের হাতে দিয়েছেন দুই মিডিয়াম পেসার অথচ একাদশে স্পিনারই তিনজন!!

৭ রান করা শেইন মোসলেকে বোল্ড আউটের পর নিজের দ্বিতীয় উইকেটও পেয়েছেন রাহী। দ্বিতীয় শিকারটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান কায়েল মায়ার্স। মাত্র ৫ রান করে আবু জায়েদ রাহীর বলে সৌম্যর হাতে ধরা পরেন মায়ার্স।

 

অবশ্য রাহীর জোড়া আঘাতের মাঝে আরও একটা উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়াইটকে ৪৭ রানে ফিরিয়েছেন সৌম্য সরকার। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্রাথওয়াইটের উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু সৌম্যর মিডিয়াম পেইসে।

ছবি সৌজন্য: বিসিবি

টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্টইন্ডিজ প্রথম সেশন হারিয়েছিলো এক উইকেট। লাঞ্চ ব্রেকে যাবার সময় তাদের দলীয় রান ছিলো ৮৪। ওপেনার জন ক্যাম্পবেল ৩৬ করার পর তাইজুলের এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরেছিলেন ড্রেসিংরুমে।

ছবি সৌজন্য: বিসিবি

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img