৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

দ্রাবিড়কে নিজের থেকেও ভালো কোচ মনে করেন শাস্ত্রী  

- Advertisement -

বিশ্বকাপের মাঝপথেই ভারতের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন তাঁরই উত্তরসূরী রাহুল দ্রাবিড়। চার বছরের কোচিং ক্যারিয়ারে শাস্ত্রীর ঝুলিতে প্রাপ্তির তালিকা কম না থাকলেও ব্যর্থতার গ্লানি নিয়েই দল থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে বর্তমান কোচ দ্রাবিড়ের উপর তাঁর রয়েছে অগাধ বিশ্বাস। বলেছেন, তাঁর থেকেও নাকি অনেক ভালো মানের কোচ হবেন দ্রাবিড়!

“একজন খ্যাতিসম্পন্ন মানুষ; যাঁর অভিজ্ঞতার কোনো অন্ত নেই, তাঁর জন্য এটাই হওয়ার কথা ছিল। আমাকে প্রতিস্থাপন করার জন্য ও সঠিক লোক। ও খুব ভালো কাজ করবে; সম্ভবত, আমার থেকেও ভালো কোচ হবে”-ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী

সাবেক কোচ শাস্ত্রীর আমলে দ্রাবিড় কাজ করতেন ভারত ‘এ’ দল এবং ভারতের ‘ন্যাশনাল ক্রিকেট একাডেমির’ (এনসিএ) হয়ে। তাই বর্তমান কোচের মধ্যে অভিজ্ঞতার কোনো ঘাটতিই দেখছেন না সাবেক এই কোচ; জানালেন দ্রাবিড়কে কোনো ধরণের পরামর্শ দেয়ার প্রয়োজনই হবে না তাঁর,

“ওর জন্য শুভ কামনা। দলের মূল বিষয়গুলো একই আছে, দলটাও আছে একই রকম। আমি মনে করি না যে, আমার কাছ থেকে ওর পরামর্শ নেয়ার কোনো প্রয়োজন পড়বে না। ও একজন চমৎকার বুদ্ধিসম্পন্ন একজন মানুষ, যাঁর কাছে ভারতের মতো দুর্দান্ত একটা দল আছে” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img