২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির তেইশ হাজার রান

- Advertisement -

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত এখন ইংল্যান্ডে। তিন ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। ওভালে চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাটিং করছে ভারত। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনেই দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ২৩ হাজার রানের মালিক হলেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করতে কোহলির লেগেছে ৪৯০ ইনিংস। তিনি পেছনে ফেলেছেন মাস্টার ব্ল্যাস্টার শচীন টেন্ডুলকারকে। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করতে লেগেছিল ৫২২ ইনিংস। এই মাইলফলক ছুঁতে তিন নম্বরে থাকা আরেক কিংবদন্তি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার সাবেক তারকা রিকি পন্টিংয়ের লেগেছিল ৫৪৪ ইনিংস।

ক্রিকেট ইতিহাসে মাত্র ৭ জন ক্রিকেটার পেরিয়েছেন ২৩ হাজার রানের গন্ডি। তার সর্বশেষ সংযোজন কোহলি। কোহলি,শচীন, পন্টিং বাদে তালিকার বাকি চারজনের দুজনই শ্রীলঙ্কার। দুই বন্ধু মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা আছেন এই লিস্টে। তালিকার বাকি দুই জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়। ২৩ হাজার রান করতে সবচেয়ে বেশি ইনিংস লেগেছে মাহেলা জয়াবর্ধনের, ৬৪৫ ম্যাচে তিনি পূর্ণ করেছেন এই মাইলফলক।

সব ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করে কোহলি এখন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৪৩৫৭ রান নিয়ে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। এই রান করতে তিনি খেলেছেন ৬৬৪টি ম্যাচ, করেছেন সেঞ্চুরির সেঞ্চুরি। তালিকার দুইয়ে আছেন কুমার সাঙ্গাকারা, ২৮০১৬ রান করা সাঙ্গার পেছনে ২৭৪৮৩ রান করা পন্টিং।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img