১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ধানমন্ডিতে পুমার আউটলেট উদ্বোধন

- Advertisement -

ক্রীড়াসামগ্রীর বাজারে অনেক জনপ্রিয় নাম পুমা। বাংলাদেশেও কোম্পানিটির বহুল জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বাংলাদেশে দ্বিতীয় আউটলেট উদ্বোধন করেছে পুমা। পুমার ফ্রাঞ্চাইজিং পার্টনার ডিবিএল গ্রুপ রোববার ২৬ সেপ্টেম্বর বনানীর পর ধানমন্ডি ২৭ নম্বরে আউটলেট উদ্বোধন করেছে।

৭০ বছর ধরে এথলেটদের জন্য আধুনিক এবং পারফর্ম্যান্সে সহায়ক এমন সামগ্রী নিশ্চিত করছে পুমা। খেলাধুলার সামগ্রীর পাশাপাশি ফ্যাশনেবল সামগ্রীও পাওয়া যাবে এই আউটলেটে। সাধারণত স্নিকার্স, ব্যাগ, রানিং শু, টি-শার্ট, ফিটনেস সামগ্রীও পাওয়া যাবে ধানমন্ডি ২৭ নম্বরের আউটলেটে। বনানীর মতো ধানমন্ডিতেও পুমার বৈশ্বিক নীতিমালা মেনেই আউটলেট উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ সিইও এম এ কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের উচ্চপদের ব্যক্তিবর্গ। শুক্রবার ধানমন্ডিতে পুমা ফ্যানেটিক ওয়ালে দর্শকদের আনাগোনাও তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img