২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

ধোনিকে জাতীয় দলে ফেরার অনুরোধ

- Advertisement -

মহেন্দ্র সিং ধোনি, অনেকের মতে সর্বকালের সেরা ক্যাপ্টেন আবার অনেকের মতে সর্বকালের সেরা ফিনিশারও। তবে এমন সব বিশেষণে তো এমনি এমনি বিশেষায়িত করা হয়নি, ধোনি নিজের নেতৃত্বগুন আর ব্যাট হাতে নিজের সেই সামর্থের সেরাটা দিয়ে এসেছেন গত দেড় যুগ ধরেই। যার বড় প্রমাণ জাতীয় দল থেকে অবসর নেয়া চল্লিশোর্ধ ধোনির আইপিএলে এখনো ব্যাটে বিদ্যুতের জ্বলকানি।

বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে ১৩ বলে ২৮* রানের ইনিংসে অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়েছিলেন চেন্নাইকে। চারদিকে এখন শুধুই ধোনি-বন্দনা। ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিং ধোনিকে আবারো জাতীয় দলে ফেরারই প্রস্তাব দিয়ে দিলেন। চেন্নাই-মুম্বাইয়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে আর পি সিং তাই টুইট বার্তায় লিখেন,

“আমরা কি মহেন্দ্র সিং ধোনিকে অনুরোধ করতে পারিনা যে সে অবসরে ভেঙে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরে আসে।’’- আর পি সিং

 

ভারতের হয়ে রঙিন পোশাকের ক্রিকেটে ধোনি শেষ বার মাঠে নেমেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর আন্তর্জাতিক ক্রিকেটকে ধোনি বিদায় জানিয়েছিলেন দুই বছর আগে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে ছিলে মেন্টর হিসেবে। তাই বলে দেয়া যায় ধোনি অবসর ভেঙে আন্তর্জাতিক দলে ফেরার সম্ভাবনাই নেই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img