দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান; শুরুতেই ব্যাটিং বিপর্যয়। প্রথম ছয় ওভারেই নেই চার উইকেট! নির্ধারিত বিশ ওভারে তবুও যেই ১৪৭ রান স্কোরবোর্ডে তুলেছে আফগানরা, সেটাও গুলবাদিন নাইব-মোহাম্মদ নবির ৭১ রানের জুটিতে।
প্রথম ওভারে কোনোমতে টিকে থাকলেও, দ্বিতীয় ও তৃতীয় ওভারেই প্যাভিলিয়নের পথে দুই ওপেনার। ইমাদ ওয়াসিমকে তুলে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেছেন হজরতুল্লাহ জাজাই। পরের ওভারে শাহীন আফ্রিদির বলে জাজাইয়ের দেখানো পথ অনুসরণ করেছেন আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ।
চতুর্থ ওভারে ইমাদের বলে চার-ছক্কা মেরে ম্যাচে ফেরার আভাস দিলেও শেষ রক্ষা হয়নি আসগর আফগানের। হারিস রউফের বলে মাত্র ১০ রান করে ফিরেছেন সাজঘরে। পাওয়ারপ্লের শেষ ওভারে হাসান আলীর বলে প্যাভিলিয়নে রাহমাতুল্লাহ গুরবাজও; তুলতে পড়েছেন মাত্র ১০ রান। পাওয়ারপ্লে শেষে আফগানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৯।
সেখান থেকে নাজিবুল্লাহ জাদরানের ২২ রানের ইনিংসে ভর করে প্রতিরোধ গড়ে মোহাম্মদ নবির দল। এরপর বাকি কাজটা দক্ষতার সাথে করেছেন নাইব-নবি। দুজনের সপ্তম উইকেট জুটিতে এসেছে ৭১ রান। দুজনই অপরাজিত ছিলেন সমান ৩৫ রানে। পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম নিয়েছেন ২৫ রানে ২ উইকেট।