দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকারের ফিফটিতে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৫৩ রানের টার্গেট বাংলাদেশ ৭ বল বাঁকি রেখেই টপকে যায়।
Mohammad Naim bats through the chase in a comfortable win for Bangladesh https://t.co/X7Ys5E5uao | #ZIMvBAN pic.twitter.com/XR7O1RKRQy
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 22, 2021
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়ে ভালো শুরু করেও তা ধরে রাখতে পারেনি। প্রথম দশ ওভারে ৯০ রান তোলা জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় এক ওভার বাকি থাকতেই ১৫২ রানে। জিম্বাবিয়ানদের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেজিস চাকাভা। বাংলাদেশের তিন পেসার মিলে নেন সাত উইকেট, সৌম্য সরকার এবং সাকিব আল হাসান উইকেট পান একটি করে।
From 91/2, Zimbabwe have been bowled out for 152 – Regis Chakabva top scores with 43https://t.co/X7Ys5E5uao | #ZIMvBAN pic.twitter.com/2CPioaPmts
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 22, 2021
১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদশের দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকার স্লো শুরু করলেও পরে তা পুষিয়ে নেন। ১০২ রানের ওপেনিং জুটি গড়ার পথে সৌম্য সরকার ৫০ রান করেই রান আউটের শিকার হন। এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক হাজার রান করেন সৌম্য সরকার। সৌম্যর পরে ফিফটি করেন নাঈম শেখও নাঈম অপরাজিত থাকেন ৬৩ করে। তিনে নেমে মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও ৮ বলে ১৬ রান করে ম্যাচ জিতিয়েও ওঠেন নুরুল হাসান সোহান।
Mohammad Naim passes fifty, but Soumya Sarkar is out for 50 – Bangladesh are in for a nervy finish https://t.co/X7Ys5E5uao | #ZIMvBAN pic.twitter.com/llCor2NGaQ
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 22, 2021
সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় মাঠে নামবে দুইদল। এদিন লিটন দাশ ইনজুরড হয়ে উঠে যাওয়ায় আসতে পারে একাদশে পরিবর্তন।