বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারই থাকছেন। তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়াদ শেষ হয়ে গেলেও আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মঙ্গলবার রাতে একথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
চলতি বছরের অক্টোবরে ভারতে মাঠে গড়ানোর কথা আছে টি-টুয়েন্টি বিশ্বকাপ । তাই চুক্তি শেষ হয়ে গেলেও হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । নির্বাচকদের নিয়ে অনেকদিন ধরেই চলছিল বিতর্ক, তবুও দুই নির্বাচকের সাথে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে বিসিবি।
অনেকদিন ধরেই নির্বাচক বিতর্কে ক্রিকেট পাড়া ছিল উত্তাল । বিতর্কের আগুনে পানি ঢেলে দিয়েছেন বিসিবি বস। জানিয়েছেন তার আস্থা নান্নু-বাশারদের উপরেই।
‘আপনারা জানেন এখনকার প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে। বোর্ডে আজ সিদ্ধান্ত হয়েছে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২১) পর্যন্ত তাদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।’
গত এক দশক ধরে নির্বাচকের দায়িত্ব পালন করছেন নান্নু-বাশার। ২০১১ সালে তারা যুক্ত হয়েছিলেন নির্বাচক প্যানেলে। এক দশক অতিক্রান্ত হয়ে গেছে, তবুও রয়ে গেছেন তারা।