প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত ১২৭* রানের কল্যাণে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেটে ২৯৭ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ভারতে ট্রায়াঙ্গুলার সিরিজ থেকেই নাবিলের ব্যাটে রানের বন্যা ছুটছেই। ইডেন গার্ডেনে সেঞ্চুরি করেছিলেন। এশিয়া কাপের প্রথম ম্যাচেও খেললেন ১১২ বলে ১১ চার ও ১ ছক্কায় ১২৭* রানের আলো ঝলমলে ইনিংস।
দুই ওপেনার মফিজুল ইসলাম রবিন (১৭) ও ইফতেখার আহমেদ ইফতি (২১) কম রানে প্যাভিলিয়নে ফিরে গেলে নাবিল একপ্রান্ত ধরে রাখেন। প্রথমে সময় নিয়ে খেলে এরপর রানরেটেও বাড়িয়েছেন। প্রান্তিকের সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ফাহিম। তবে ফাহিম ৫৪ বলে ৫৮ রান করে আহত অবসরে যান। এরপর মেহরাব হোসেন ১৫ বলে ২১ রানের ক্যামিও খেলেন। মাঝে আইচ মোল্লাহর ব্যাট থেকে আসে ২২ রান।