অনেকদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেন না সুনীল নারিন। তবে তাকে ফেরাতে চেষ্টার কমতিও রাখছেন না বাকি সদ্যসরা। ১ বছর ধরে নারিনকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন রোভম্যান পাওয়েল।
গতকাল (মঙ্গলবার) টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন নারিন। পাশাপাশি বোলিংয়েও ছিলেন দুর্দান্ত। চার ওভারে ২৮ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। নারিনের এমন অলরাউন্ড পারফর্ম্যান্স মলিন হয়ে গেছে জস বাটলারের দুর্দান্ত সেঞ্চুরির কারণে। রাজস্থান রয়্যালসের জয়ের পেছনে পাওয়েলেরও ভূমিকা কম নয়। ১৩ বলে ২৬ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান এ ব্যাটার।
ম্যাচ শেষে নারিনের ফেরার বিষয়ে কথা বলেছেন পাওয়েল। তিনি বলেন, “সর্বশেষ ১২ মাস ধরে নারাইনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে”
অবশ্য কয়েকদিন আগেই নারিন বলেছেন, “এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে বসে দেখবেন”
তারপরও নারিনকে ফেরাতে তৎপর ওয়েস্ট ইন্ডিজ। গতকাল সেঞ্চুরি করার পর নারিনের কথায় অবশ্য কিছুটা হলেও আশা রাখতেই পারেন ক্যারিবিয়ান সমর্থকরা। রাজস্থানের বিপক্ষে সেঞ্চুরি করার পর জাতীয় দলে ফেরার বিষয়ে নারিন বলেছেন, “দেখা যাক ভবিষ্যতে কি হয়”
এখন দেখার অপেক্ষা, জাতীয় দলের জার্সিতে ফেরেন কিনা নারিন।