লেভেন্ডা ডাম্বোকে বল করে নিজেই আবার ধরলেন ক্যাচ, সেইসাথে প্রথমবারের মতো পাঁচ উইকেট তুলে নেয়ার পাশাপাশি বাংলাদেশকে ৮০ রানের বিশাল জয় এনে দিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। কুয়ালা লামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেটে টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ নারী দল।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৫০ রান তুলতেই নেই ৬ উইকেট! প্রথম ছয়জনের মধ্যে একমাত্র মুর্শিদা খাতুনের ব্যাট থেকেই এসেছে দুই অঙ্কের রান, করেছেন ২৬। এরপর অবশ্য আর কোনো উইকেটই হারায়নি টাইগ্রেসরা। রিতু মনিকে নিয়ে সালমা খাতুন গড়েছেন ৭৫ রানের জুটি; সালমা অপরাজিত ছিলেন ৩৩* রানে, রিতুর সংগ্রহ ৩৯*। ইনিংস শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৫!
১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানেই শেষ কেনিয়া নারী দলের ইনিংস। একমাত্র শারন ঝুমার ব্যাট থেকেই এসেছে দুই অঙ্কের রান, ২৪ রান। ছয় ব্যাটার ফিরেছেন শূন্য রানেই, নাহিদার ৫ উইকেটের পাশাপাশি ১টি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, রুমানা আহমেদ, সুরাইয়া আজমিন এবং সানজিদা আক্তার।