ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে বার্নলি। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৫৭% বল নিজেদের দখলে রেখেও হেরেছে স্বাগতিকরা।
খেলা শুরুর ১৮ মিনিটেই মাতিজ ভিদ্রার গোলে লিড নেয় বার্নলি। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সেন্ট-ম্যাক্সিমিনকে মাঠে নামান নিউক্যাসল কোচ স্টিভ ব্রুস, আর তাতেই বাজিমাত। মাঠে নেমেই ফ্রেঞ্চ মিডফিল্ডারের বাড়ানো বল পেয়ে দলকে সমতায় ফেরান জ্যাকব মারফি।
পাঁচ মিনিট পরেই দলের ব্যবধান দ্বিগুন করেন ইনজুরি থেকে সেরে ওঠা সেন্ট-ম্যাক্সিমিন আর তাতেই দলের জয় নিশ্চিত হয়। ৩১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে অবস্থান করছে নিউক্যাসল ইউনাইটেড, সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বর দল বার্নলি।