আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামবে আফগানিস্তান। আসন্ন এই সিরিজের জন্য হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কিউইদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রাথমিক দলে নেই তারকা স্পিনার রশিদ খান।
এসিবির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “প্রস্তুতি ক্যাম্পের জন্য ২০ জনকে নির্বাচন করা হয়েছে। সেখান থেকেই পারফর্ম্যান্স এবং ফিটনেস বিবেচনা করে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য ১৫ জনকে দলে নেওয়া হবে।”
তবে বিবৃতিতে রশিদ খানের না থাকার বিষয়ে বিস্তারিত জানায়নি এসিবি। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই আফগান ক্রিকেটার। এর ফলে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও চোটের অস্বস্তি নিয়েই আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ২০২১ সালের মার্চে সাদা পোশাকের ম্যাচ খেলেছেন রশিদ।
রশিদের ইনজুরি নিয়ে এসিবির মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকেবাজ’ কে বলেছেন, “সম্প্রতি রশিদ ইনজুরিতে পড়েছেন। তাকে তিন থেকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও স্পাগিজা টি-টোয়েন্টিতে কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন। কিন্তু দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার মতো অবস্থায় তিনি নেই।”
ভারতের গ্রেটার নয়ডায় আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট। ক্রিকেটের অভিজাত সংস্করণে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে তারা। ২৮ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা দেবে আফগানরা। মূল লড়াইয়ে মাঠে নামার আগে সেখানে এক সপ্তাহের প্রস্তুতি নেবে তারা।
আফগানিস্তান প্রাথমিক স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহীম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), শহিদুল্লাহ কামাল, গুলবাদিন নাইব, আফসার জাজাই (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামসুর রহমান, কাইস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ, নাভিদ জাদরান, খলিল আহমেদ ও ইয়ামা আরাব।