২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

নিজের ব্যাটিংয়ে নিজেই অবাক

- Advertisement -

বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স। ১৪ বলে আইপিএলের দ্রুততম ফিফটি হাঁকানোর পাশাপাশি ১৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। এমন অতিমানবীয় ইনিংসে নিজেই নাকি অবাক বনে গেছেন কামিন্স।

“আমি নিজেই অনেক বেশি অবাক হয়ে গেছি। এটা আসলে হয়ে গেছে। ওই মুহূর্তে বাড়তি কোনো কিছুই চিন্তা করছিলাম না। এটা সত্যিই অনেক সন্তুষ্টিজনক”-বলছিলেন কামিন্স 

কামিন্স ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে ফিফটি করার রেকর্ড গড়েছিলেন কেএল রাহুল। ফিফটি করার পাশাপাশি এই অস্ট্রেলিয়ান বল হাতেও ২ উইকেট নিয়েছেন, হয়েছেন ম্যাচসেরা। ১৬তম ওভারে ড্যানিয়েল সামসকে বলে ৩৫ রান তোলেন কামিন্স। স্ট্রাইক রেটটাও ছিল ৩৭৩ থেকে বেশি।

উল্লেখ্য, নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতে জিতেই বেশ ফুরফুরে মেজাজে আছে কলকাতা। এছাড়াও, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত খেলছে তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, “গত বছরের মতো এবারো শক্তিশালী স্কোয়াড পেয়ে আমরা ভাগ্যবান। সব মিলিয়ে আমরা বেশ খুশি।”

নিঃসন্দেহেই, আইপিলের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা রবিবার দিল্লি ক্যাপিটালসের সাথে লড়াইয়েও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img