আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য ওমানে নির্ধারিত সময়ের আগেই যেতে চায় বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্বে, প্রথম ম্যাচ ১৯ অক্টোবর, প্রতিপক্ষ নামিবিয়া। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন,
“হ্যা, আমরা ওমান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলছি, সেখানে নির্ধারিত সময়ের পূর্বেই পৌছে বিশ্বকাপের আগে এক সপ্তাহের একটা প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করবার জন্য” -ওমানে যাবার ব্যাপারে আকরাম খান
কোনো কিছুই এখনো চুড়ান্ত হয়নি কিন্তু বিসিবি যে ইতিবাচক কিছুই আশা করছেন সেটাও জানিয়েছেন তিনি।
“কোনো কিছুই এখনো চুড়ান্ত নয়। তবে আমরা ইতিবাচক কিছুই আশা করছি”
বিশ্বকাপের চুড়ান্ত পর্বের আগে প্রথম রাউন্ডে ওমানের মাঠে বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। বাছাইপর্বের বাকি দলগুলো হলো শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ‘বি’ তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে চুড়ান্ত পর্বে, যেখানে তারা যোগ দেবে টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ের সেরা আট দলের সাথে।
বাংলাদেশ ইতোমধ্যেই তাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অজিদের সাথে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি ম্যাচই জিতে নিয়েছে টাইগাররা। এই সিরিজের পরই বাংলাদেশে আসছে কিউইরা। এরপর ইংল্যান্ডের আসবার কথা থাকলেও সেই সিরিজটি পিছিয়ে এখন ২০২৩ এ। এই সময়ে বাংলাদেশ অন্য কোনো সিরিজের আয়োজন না করে আগেভাগেই ওমানে পৌছতে চায়, এমনটিই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।