২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নিলামের পর খেলা নিয়ে টালবাহানা, বিদেশিদের শাস্তি চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো

- Advertisement -

আইপিএলের নিলামের পর বিক্রি হওয়ার পর ‘বৈধ’ কারণ ছাড়া বিদেশি কোনো খেলোয়াড় সরে যেতে চাইলে তাদের শাস্তি দিতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এই বিষয়ে এক সভায় সম্মত হয়েছে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

আসর শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেক খেলোয়াড়ই সরে যান। এতে করে বিপদে পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। শেষ মুহুর্তে কোনো প্লেয়ার সরে গেলে তার বিকল্প খুজতে বেগ পেতে হয় তাদের। যার প্রভাব পড়ে দলের পারফর্ম্যান্সের উপর। তাই কোনো খেলোয়াড় যৌক্তিক কারণ ছাড়া নাম প্রত্যাহার করে নিলে দুই বছরের শাস্তির বিধান চান আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

দলগুলো চায়, কোন খেলোয়াড়কে কতদিন পাওয়া যাবে সেই বিষয়টা আগেই জানতে। এছাড়াও জাতীয় দলের খেলার কারণে যদি কেউ খেলতে না পারে এবং পারিবারিক দায়বদ্ধতার জায়গা থাকে তাহলে তাদের শাস্তির মুখে ফেলতে চায় না ফ্র্যাঞ্চাইজিগুলো।

আলোচনায় এসেছে মেগা নিলামে বড় খেলোয়াড়দের নাম উঠানো না নিয়েও। দেখা যায়, বড় খেলোয়াড়রা মেগা নিলামে নিজেদের নাম উঠান না। পরে আবার ছোট নিলামে নাম উঠিয়ে বড় অঙ্কের অর্থে বিক্রি হন। বড় খেলোয়াড়রা মেগা নিলামে নাম তুলবে এমনটাই চাওয়া দলগুলোর। শুধু অবিক্রিত থাকলেই পরবর্তী সময়ে আবার অমন ছোট নিলামে নাম তুলতে পারবেন তাঁরা। অবশ্য ঠিক কিসের ভিত্তিতে ‘বড়’ তারকার ব্যাপারটি বিবেচনা করা হবে, সেটি ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড় থাকবে কিনা, কতজন প্লেয়ার ধরে রাখা যাবে এবং আগামী নিলামের বিষয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img