৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

নোংরামির মধ্যে থাকতে চাননি তামিম!

- Advertisement -

বিশ্বকাপের স্কোয়াডে নেই তামিম ইকবাল। কেনো তিনি নেই, এই বিষয়ে মুখ খুলেছেন বাঁহাতি ওপেনার। তাকে নিয়ে নোংরা খেলায় থাকতে চাননি দেশসেরা ওপেনার। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে এমনটি জানিয়েছেন তামিম।

ভিডিও বার্তায় তামিম বলেন, “আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। উনি আমাকে হঠাৎ করে বললেন যে, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে ম্যানেজ করে খেলাতে হবে, তুমি এক কাজ করো, আফগানিস্তানের বিপক্ষে খেলিও না”

ভিডিও বার্তায় বিশ্বকাপ দলে না থাকার কারণ জানিয়েছেন তামিম

বিশ্বকাপের এখনো ১২-১৩ দিন আছে তার মধ্যে আমি ভাল কন্ডিশনে থাকব। তামিমকে নিচে ব্যাটিং করানোর পরিকল্পনা করছিলেন বোর্ড কর্মকর্তারা। এই বিষয়ে তিনি বলেন, “হঠাৎ করে এই ধরণের কথা আমার পক্ষে আসলে নেওয়া সম্ভব না। ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করে আসতেছি। জীবনে কোনদিন তিন-চারে ব্যাটিং করিনি। এই রকম হইতো যে, উপরে-নিচে আমি ব্যাটিং করি। তাহলে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। স্বাভাবিকভাবে কথাটা আমি ভালভাবে নেইনি। তখন আমি বললাম, দেখেন আপনাদের যদি এমন চিন্তা ধারা থাকে তাহলে আমাকে পাঠাইয়েন না। আমি এ নোংরামির মধ্যে থাকতে চাইনা। প্রতিদিন আমাকে নতুন একটা করে জিনিস ফেস করাবেন, আমি এই জিনিসগুলোর সাথে থাকতে চাই না”

মিডিয়াতে যে বিষয়গুলো ছড়িয়েছে সেগুলো সঠিক না বলেও জানিয়েছেন তামিম। শেষ তিন-চার মাস খুব কঠিন সময় পার করেছেন এমনটাই মনে করেন বাঁহাতি ওপেনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img