২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পরাজয়ে রিয়ালের নতুন বছরের শুরু

- Advertisement -

কি ভুলটাই না করলেন এদের মিলিতাও! ম্যাচের তখন মাত্র নয় মিনিট, ডানপ্রান্ত দিয়ে আক্রমণে গেতাফে। টনি ক্রুসের স্লাইডে ডিফেন্ডার মিলিতাওয়ের পায়ে বল, পেছন ঘুরে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা ব্রাজিলিয়ান তারকার। কিন্তু, বলটাকে ক্লিয়ার করার আগেই তার থেকে কেড়ে নিলেন এনেস উনাল। সামনে গোলরক্ষক, বল পায়ে এনাস এবং গোল।

সর্বশেষ সাতবারের দেখায় একবারও রিয়ালের জালে বল জড়াতে না পারা গেতাফে ম্যাচের শুরুতেই এক গোলে এগিয়ে। গেতাফের ঘরের মাঠে দর্শকদের উল্লাস, কোচিং প্যানেলের সদস্যদের একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্যগুলোই বলে দিচ্ছিল কতবড় অর্জন এটা তাদের জন্য। সময়ের সাথে সাথে ম্যাচ যতোই গড়িয়েছে, উত্তেজনা ততোই বেড়েছে। ৭৪% বল পজিশন, তবুও কাজের কাজটা করতে পারেনি রিয়াল।

নির্ধারিত সময়ের সাথে যোগ হয়েছে সাত মিনিট, গোলের সুযোগ দুইবার তৈরী করলেও ১-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে করিম বেনজেমার দলকে। এনেস উনাল বছরের প্রথম গোলটি করার সাথে সাথে সর্বশেষ নয় ম্যাচে নিজের ছয় গোলও পূরণ করেছেন।

১৫ ম্যাচ পর পরাজয়ের স্বাদ গ্রহন করল রিয়াল। ২০২১ সালের শেষভাগের পুরো অংশটাই করিম বেনজেমার রিয়াল ছিল অপ্রতিরোধ্য, দুর্দান্ত ছন্দে। জয় নিয়ে মাঠ ছাড়াটা যেনো অভ্যাসেই পরিণত করে ফেলেছিলেন টনি ক্রুস-মার্কো অ্যাসেন্সিওরা। অবশেষে পেলেন হারের স্বাদ। হারলেও পয়েন্ট তালিকার শীর্ষেই থাকছে রিয়াল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img