৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পরের টেস্টে বিশ্রামে অ্যান্ডারসন!

- Advertisement -

৩৮ বছরেও টগবগে পারফর্ম্যান্স, বোলিংয়ে ধার এতটুকুও কমেনি। বরং দিন দিন গতি-সুইং এবং রিভার্স সুইংয়ের ম্যাজিক দেখাচ্ছেন। বলা হচ্ছে ইংলিশ পেস বোলার জেমস অ্যান্ডারসনের বিষয়ে। চেন্নাই টেস্টে এই পেসার গেম বদলে দেওয়া বোলিং করেন শেষ দিন। এক ওভারে শুবমান গিল এবং আজিঙ্কা রাহানেকে তুলে নিয়ে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। ওই ওভারকে সর্বকালের সেরা ওভার হিসেবেও এখন ধরা হচ্ছে। দ্বিতীয় ইনিংস নেন তিন উইকেট। এমন বোলিংয়ের পর কেন পরের টেস্টে খেলবেন না এই পেসার সে প্রশ্ন আসতেই পারে।

আসলে এমন চর্চাতেই ইংল্যান্ড দল অভ্যস্ত। দলের সেরা পারফর্মারকে একটু বিশ্রাম দেয়া হয় সামনের দিন গুলিতে ভালো সার্ভিস পাওয়ার জন্য। সামনেই ইংল্যান্ডের ব্যস্ত সূচি, আছে অস্ট্রেলিয়ার সাথে অ্যাশেজ সিরিজ। তাই দলের সেরা অস্ত্রকে ওই সময় কাজে লাগাতে পরিকল্পনা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। অ্যান্ডারসেনর জায়গায় দলে নেয়া হবে স্টুয়ার্ট ব্রডকে। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে ইংলিশরা। এই সিরিজ দু’দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজের ফলাফল থেকে নির্ধারণ হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কারা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img