২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

পরের সেটে মুস্তাফিজ; দল পাননি সাকিব-মিলার-রায়না-স্মিথ

- Advertisement -

চলছে আইপিএলের নিলাম। ইতোমধ্যেই শেষের পথে নিলামের প্রথম দুই সেট। ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদের দ্বিতীয় সেটের নিলামে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়কে কিনেছে চেন্নাই সুপার কিংস; মহেন্দ্র সিং ধোনির দল রবিন উথাপ্পাকে নিয়েছে দুই কোটি রুপিতে। দল পাননি সাকিব আল হাসান, ডেভিড মিলার, সুরেশ রায়না, স্টিভেন স্মিথ। মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদের কেউই এখনো দলে নেয়নি কাউকে। এক নজর দেখে নেয়া যাক কে গেলো কোন দলে-

 

কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স (৭.২৫ কোটি রুপি), শ্রেয়াস আইয়ার (১২.২৫ কোটি রুপি), নিতিশ রানা (৮ কোটি রুপি)

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফাফ ডু প্লেসি (৭ কোটি রুপি), হার্শাল প্যাটেল (১০.৭৫ কোটি রুপি)

পাঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (৮.২৫ কোটি রুপি), কাগিসো রাবাদা (৯.২৫ কোটি রুপি)

রাজস্থান রয়েলস: রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি রুপি), ট্রেন্ট বোল্ট (৮ কোটি রুপি), শিমরন হেইটমায়ার (৮.৫০ কোটি রুপি), দেবদূত পাড়িকল (৭.৭৫ কোটি রুপি)

দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি রুপি)

গুজরাট টাইটানস: মোহাম্মদ শামি (৬.২৫ কোটি রুপি), জেসন রয় (২ কোটি রুপি)

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: কুইন্টন ডি কক (৬.৭৫ কোটি রুপি), মানিশ পান্ডে (৪.৬০ কোটি রুপি), জেসন হোল্ডার (৮.৭৫ কোটি রুপি), দিপক হুদা (৫.৭৫ কোটি রুপি)

চেন্নাই সুপার কিংস: রবিন উথাপ্পা (২ কোটি রুপি), ডোয়াইন ব্রাভো (৪.৪০ কোটি রুপি)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img