৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পাঁচ লাল কার্ডের ম্যাচে পাঁচ গোল

- Advertisement -

ফ্রেঞ্চ লিগ ওয়ান টেবিলে তিন নম্বর দলের সাথে চার নম্বরের লড়াই। মোনাকোকে ২-৩ গোলে হারিয়েছে অলিম্পিক লিঁও। পাঁচ গোলের ওই ম্যাচে গোল সংখ্যার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে লাল কার্ডের সংখ্যা। এক ম্যাচেই পাঁচ লাল কার্ড তার চারটাই আবার অতিরিক্ত সময়ে গিয়ে !

লাল কার্ডের সংখ্যা দেখেই বোঝা যায় ব্যাপক উত্তেজনাপূর্ন ছিল ম্যাচটা। খেলার শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল দ্বন্দ লেগে যায়। রেফরিও লাল কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করতে বাধ্যহন।

https://twitter.com/postbadmuscu1/status/1388961717162491915?s=20

ফ্রেঞ্চ লিগ ওয়া্নের পয়েন্ট টেবিলে মোনাকো আর অলিম্পিক লিঁওর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে । ৩৫ ম্যাচ খেলে মোনাকোর পয়েণ্ট ৭১ সমান ম্যাচে লিঁওর পয়েন্ট ৭০।

ফুটবলে এক ম্যাচে পাঁচ লাল কার্ডের ইতিহাস অনেক আছে। গত বছরেই পিএসজি – মার্শেই ম্যাচে নেইমারসহ পাঁচ ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিল রেফরি। সেই ম্যাচে মার্শেইয়ের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img