১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

পাওয়ারপ্লে শেষে সমানে সমান দুইদল

- Advertisement -

একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে বাংলাদেশকে ভালোই টেক্কা দিয়েছে ওমান। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে স্বাগতিকেরা সংগ্রহ করেছে দুই উইকেটে ৪৭ রান।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট
দুই ওপেনার আকিব ইলিয়াস এবং জাতিন্দর সিং শুরুটা উড়ন্তই করেছিলেন, তাসকিন আহমেদের প্রথম ওভারেই দুজন মিলে তুলেছিলেন ১২ রান। অবশ্য, নিজের প্রথম ওভার করতে এসেই আকিব ইলিয়াসকে ৬ রানে এলবিডব্লু করে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। কিন্ত, ফিজ নিজেও খরুচে ছিলেন। ১১ বলে শেষ করা নিজের প্রথম ওভারে মুস্তাফিজও দিয়েছেন ১২ রান।

তাসকিন মুস্তাফিজের খরুচে বোলিংয়ের পর সাইফুদ্দীন এসে রানে লাগাম দেয়ার চেষ্টা চালিয়েছেন। শর্ট থার্ডম্যানে মুস্তাফিজুর ক্যাচ মিস না করলে সাইফুদ্দীনের নামের পাশে উইকেটও জমা হতে পারতো একটা। কাশ্যপ প্রজাপতির পর লাইফ পেয়েছেন আরেক ব্যাটার জাতিন্দর সিংও। পাওয়ারপ্লের শেষ ওভারে জাতিন্দরের ক্যাচ মিস করেন অধিনায়ক রিয়াদ। জাতিন্দরকে ফেরাতে না পারলেও ওই ওভারেই প্রজাপতিকে কট বিহাইন্ড করে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img