২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ

- Advertisement -

মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে তেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন বাংলাদেশ।

লিটনকে আউট করে উল্লাসে ম্যাককনকি

২য় ইনিংসে দুই ওপেনার লিটন-নাইম শুরুটা করেন অতি-সাবধানী। প্রথম দুই ওভারে আসে মাত্র ৪ রান। তবে সাবধানী শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি কেউই। তৃতীয় ওভারের প্রথম বলে ম্যাককনকিকে দুর্দান্ত ফ্লিকে মিডউইকেট দিয়ে বাউন্ডারি মারেন লিটন, তবে পরের বলেই অফস্ট্যাম্পের বাইরের বল টেনে স্লগ সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন ফিন অ্যালেনকে। এরপর সাকিব ও নাইম মিলে রানের চাকা বেশ চমৎকারভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন… সিঙ্গেল ডাবলের সাথে আসছিল নিয়মিত বাউন্ডারিও। হঠাৎ ৬ষ্ঠ ওভারে আজাজ প্যাটেলের জোড়া আঘাত! প্রথমে ফ্লাইটেড ডেলিভারিতে ডাউন দা ট্র্যাকে মারতে গিয়ে স্টাম্পিংইয়ের শিকার হন সাকিব; দুই বল পরেই বোল্ড হন মুশফিক।

পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে ৩২ রান করেছে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে নাসুম আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং ও মুস্তাফিজুর রহমানের ৪ উইকেটের কল্যাণে নিউজিল্যান্ডকে মাত্র ১৯.৩ ওভারে ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img