২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

- Advertisement -

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। বসে নেই সাবেক ক্রিকেটাররাও, সেমিফাইনালে কোন দল খেলতে পারে, কার সম্ভাবনা কতটুকু নিজেদের মত করে বিশ্লেষণ করছেন তারা। অনেকেই পাকিস্তানকে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভাবছেন। তবে বাবর আজমদের সেমিফাইনালে দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অবশ্যই ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফি দরকার”

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে পাঁচ দলের মধ্যেও পাকিস্তানকে রাখেননি যুবরাজ

সেরা পাঁচ দলের মধ্যেও শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফদের রাখেননি যুবরাজ। এছাড়াও তিনি অক্ষর প্যাটেলের পরিবর্তে রবীচন্দ্রন অশ্বিনকে নেওয়ার সমালোচনা করেছেন। তার মতে টিম ম্যানেজমেন্ট বাঁহাতি এ স্পিনারের জন্য আরও একটু অপেক্ষা করতে পারত। যুবরাজ মনে করেন, অক্ষরের বদলে ওয়াশিংটন সুন্দরকে দলে অর্ন্তভুক্ত করা ছিল সেরা বিকল্প।

বর্তমান সময়ে দারুণ ব্যাটিং করছেন শুবমান গিল। ডানহাতি ব্যাটারকে নিয়ে অনেক আশাবাদী ভারতীয় সমর্থকরা। ব্যতিক্রম নন যুবরাজও। তিনি বলেন, “সে ভবিষ্যতের তারকা নয়, সে এখনই তারকা। এ মুহূর্তে সে ভয়ডরহীন। সে দারুণ ছন্দেও আছে। সে ম্যাচ বদলে দিতে পারে। সে যেকোনো বাধা ভেঙে দিতে পারে। আর যদি কেউ ভয়ডরহীন হয় এবং ভালো ছন্দে থাকেন তবে সে ভারতকে ম্যাচ জেততা পারবে। এটাই আমি তার কাছ থেকে পাওয়ার আশা করছি”

আগামী ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের আসর। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img