এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৮ করেছেন ওপেনিং ব্যাটার ইমাম-উল-হক।
বাংলাদেশের দেয়া ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট করছিলেন পাকিস্তানের ব্যাটাররা। যদিও পিচ থেকে প্রথম দিকে কিছুটা সুবিধা পাচ্ছিলেন পেসার শরীফুল ইসলাম, যার সুবাদে দলীয় ৩৫ রানে ওপেনার ফখর জামানের (২০) উইকেট নেন তিনি। এরপর দলীয় ৭৪ রানে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ।
তবে এরপর ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৮৫ রানের জুটি করেন আরেক ওপেনার ইমাম-উল-হক। ইমাম ব্যক্তিগত ৭৮ রানে মিরাজের বলে আউট হলেও ৬৩ রানে অপরাজিত থাকেন ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। যার সুবাদে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।
বাংলাদেশের হয়ে তাসকিন, মিরাজ এবং শরীফুল প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে, লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডার এবং লোয়ার মিডেল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ফিফটি করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।