১৩ জানুয়ারি ২০২৫, সোমবার

পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ

- Advertisement -

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বাকি সবকটিতেই হতাশা উপহার দিয়েছে টাইগাররা। টুর্নামেন্টে সাকিব আল হাসানদের বাকি এখনো তিন ম্যাচ। যার প্রথমটি খেলতে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জিততে চান টাইগার অধিনায়ক সাকিব।

সোমবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “আমরা এখানে বিশ্বকাপ খেলতে আসছি। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচও। অন্য কিছু ভাবতে চাই না, নিজেদের সেরা ক্রিকেটটা খেলেই জিততে চাই”

বিশ্বকাপে এখনো তেমন কিছু করতে পারেননি টাইগার অধিনায়ক। তাই নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের সমালোচনা করতেও ছাড়ছেন না নেটিজেনরা। তবে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে মরিয়া সাকিব।

তিনি বলেন, “আমি মনেপ্রাণে চাই পারফর্ম করতে। নিজের সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি”

২০২৫ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে সাতের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তান যদি সাতের ভিতরে থেকে টুর্নামেন্ট শেষ করে, তাহলে আটে থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে টাইগাররা। পুরো দলের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা বলে জানিয়েছেন সাকিব। সেই সাথে তার জন্য জয়ের কোনো বিকল্প নেই মনে করিয়ে দিয়েছেন তিনি।

সাকিব বলেন, “চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে জয়ের কোনো বিকল্প নেই সত্যি বলতে। আমরা পুরো দল মিলেই সেই চেষ্টাটাই করছি”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img