পাকিস্তান সিরিজে সফরকারী দলগুলোর চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় নিরাপত্তা ইস্যু। এই বিষয়ে বাংলাদেশে ক্রিকেট বোর্ডও একেবারে শঙ্কামুক্ত নয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন সফরে নাজমুল হোসেন শান্তর দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে স্বাগতিকরা। তাই তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য একজন নিরাপত্তা পরামর্শককে (সিকিউরিটি কনসালটেন্ট) নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছে বিসিবি।
মূলত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নিতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, “নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের (পাকিস্তান)। আমরা সে দেশে যাব কারণ তারা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা নিশ্চিত করেছে। সেটি জেনেই আমরা সফর চূড়ান্ত করেছি।”
“আমরা নিরাপত্তা নিয়েও অনেক ভাবছি কিন্তু সবকিছু জানার পর এবং নিরাপত্তার বিষয়ে তাদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই আমরা সফর ঠিক করেছি। একই সাথে আমরা সরকারকে অনুরোধ করেছি সময় আমাদের একজন নিরাপত্তা পরামর্শদাতা দেওয়ার জন্য যিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সবসময় তাদের সাথে যোগাযোগ করবেন”- বলেছেন জালাল ইউনুস
মূল দলের আগে পাকিস্তানের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে। মুশফিকুর রহিম এবং মুমিনুল হকসহ আরও বেশ কয়েকজন টেস্ট ক্রিকেটার থাকবেন সেই ম্যাচগুলোতে।