২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

পাকিস্তান সফর নাকি আইপিএলকে বেছে নিবে উইলিয়ামসনরা ?

- Advertisement -

আগামী বছর এপ্রিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ। একই সময়ে মাঠে গড়াবে আইপিএলও। তাই এই দুটির মধ্যে যেকোনো একটি বাছাই করে নেওয়ার সুযোগ পাবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

বাড়ছে শঙ্কা;পাকিস্তানে কি পূর্ণ শক্তির দল নিয়ে যাবে নিউজিল্যান্ড?

গত বছর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তার ইস্যুতে খেলা হয়নি ব্ল্যাক ক্যাপদের। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল তুমুল সমালোচনা। এক বছর পর আবারও পাকিস্তানে খেলতে যাবে বলে ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

একই সময়ে ভারতে বসবে আইপিএল এর ১৬তম আসর। পাকিস্তান সফরে না গিয়ে আইপিএলকে বেছে নিবেন কেইন উইলিয়ামসনরা, এমনটা মনে করছেন  নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান ডেভিড হোয়াইট। তবে, তাতে নাকি কোনো আপত্তি জানাবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এক সাক্ষাৎকারে তিনি জানান, “পাকিস্তানে আমাদের সেরা দল নিয়েই যেতে চাই। যদিও খেলোয়াড়দের সাথে এ ব্যাপারে এখনও কথা হয়নি। কিন্তু ক্রিকেটাররা যদি আইপিএল খেলতে চায়, তাহলে তারা খেলতে পারবে।” 

টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ় সবই খেলার কথা রয়েছে কিউইদের। দুই ধাপে পাকিস্তান যাওয়ার কথা কেইন উইলিয়ামসনদের। প্রথম ধাপে চলতি বছরের ডিসেম্বরে টেস্ট এবং সফরের দ্বিতীয় পর্ব ২০২৩ সালে ১৩ এপ্রিল-৭ মে মাসে হবে ওডিআই এবং টি টোয়েন্টি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img