২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

- Advertisement -

আগামী ২১ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে চোটের কারণে বাবর আজম-শান মাসুদদের বিপক্ষে খেলা হবে না মাহমুদুল হাসান জয়ের।

টাইগার ওপেনারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জয়ের বিকল্প হিসেবে দলে ডাকা হতে পারে অন্য কোনো ওপেনারকে।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে তাদের মাটিতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান জয়। যার কারণে তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার কারণে পাকিস্তান সিরিজে দর্শকের ভূমিকায় থাকবেন তরুণ এ ওপেনার।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন জয়। অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের নেতৃত্ব দেন জয়। দ্বিতীয় চার দিনের ম্যাচে ৬৯ ও ৬৫ রান করেন তিনি, বল হাতেও নেন পাঁচ উইকেট।

এরপর ইসলাবাদাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে যেখানে বাংলাদেশ ‘এ’ দলের বাকি ব্যাটাররা ধুঁকেছে সেখানে প্রথম ইনিংসে ১১৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন জয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি ডানহাতি এ ওপেনার। চোটে পড়ার কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। যার কারণে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডিতে যাবেন না জয়।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img