নিউজিল্যান্ড সফরে গিয়ে চাপের মুখে পাকিস্তান ক্রিকেট দল। লাহোর থেকে লম্বা ভ্রমন শেষে ক্রাইস্টচার্চ নেমেই বহরের ছয় জনের করোনা পজিটিভ। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
চব্বিশ নভেম্বর নিউজিল্যান্ডে পৌঁছায় বাবর আজমরা। বিমানবন্দরেই পরীক্ষায় ঐ ঘটনা ঘটে। চার জন নতুন আক্রান্ত, দুইজনের শরীরে আগে থেকেই ছিলো করোনা এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রকাশ করা হয়নি এই ছয়জনের নাম।
গোটা স্কোয়াড ক্রাইস্টচার্চে আইসোলেশনে আছে। আরো চার দফায় করোনা পরীক্ষা শেষেই মাঠের অনুশীলনে নামবে পাকিস্তান দল।
১৮ ডিসেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টির পর দুইটা টেস্ট খেলবে ওরা।