৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

পাকুয়েতার গোলে বিশ্বকাপের টিকিট কাটলো ব্রাজিল

- Advertisement -

লুকাস পাকুয়েতার একমাত্র গোলে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। এই জয়ের মধ্য দিয়েই জার্মানি ও ডেনমার্কের পর তৃতীয় ও প্রথম লাতিন দল হিসেবে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ‘সেলেসাও’রা। ১২ ম্যাচে এখনো পর্যন্ত একটিও হারেনি ব্রাজিল, ১১টি জয়ের পাশাপাশি আছে ১টি মাত্র ড্র।

কলম্বিয়ার বিপক্ষে সাধারণত মারদাঙ্গা খেলাই হয়, আজও ব্যাতিক্রম হলোনা। দুই অর্ধ মিলিয়ে ২১টি ফাউল হয়েছে। হলুদ কার্ড দেখেছেন দুইপক্ষ মিলিয়ে সাতজন খেলোয়াড়। ব্রাজিলের আক্রমণভাগের সহজ গোলের সুযোগ নষ্ট করার ধারা আজও অটুট ছিলো। অবশেষে ৭২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মারকুইনোস বল জিতে নিয়ে পাস দেন নেইমারকে। নেইমারের সামনে বাড়ানো বল খুঁজে নেয় লুকাস পাকুয়েতার পা। কলম্বিয়ার গোলকিপার ডেভিড অসপিনার হাত ছুঁয়ে জালে ঢুকে যায় বল।

ব্রাজিল আগামী মঙ্গলবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img