২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

পান্ডিয়ার থেকে ভারতের অনেক আশা ছিল: সালমান বাট

- Advertisement -

যে কোন আসরে ভারতের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিতেন হার্দিক পান্ডিয়া; দলের জয়ে ব্যাট এবং বল হাতে রাখতেন অবদান। ফিল্ডার হিসেবেও পান্ডিয়া দুর্দান্ত। কিন্তু, পিঠের ইনজুরির কারণে বহুদিন ধরেই ভারতীয় দলে যাওয়া আসার মিছিলে তিনি;  সেড়ে ওঠার জন্য অপারেশন করালেও পুরোপুরিভাবে সুস্থ যে হয়ে উঠেননি এখনও, সেটা বল হাতে তাকে না দেখাতেই অনুমান করা যায়। ইনজুরির পর থেকে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগোচ্ছে তার ক্যারিয়ার।

ব্যাট হাতে বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ

দীর্ঘ সময় ধরে কখনোই বল করা হয়নি হার্দিকের, সে কারণেই টেস্ট ক্রিকেটেও তার স্থান এখন প্রশ্নবিদ্ধ। একই ঘটনার আলোকে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাট ভারতীয় অলরাউন্ডার সম্পর্কে তার মতামত নিয়ে মুখ খুলেছেন।

“পান্ডিয়ার কাছ থেকে ভারতের অনেক আশা ছিল, কিন্তু ও দীর্ঘদিন ধরেই দলের বাইরে।  ব্যাট করার সময়  ও দুর্দান্ত একজন, ওকে খুব দক্ষ দেখায়। যখন ও ইনজুরির আগে বোলিং করছিলো,  তখন অল্প গতি থাকার পরেও ওকে খুব কার্যকর মনে হত। হার্দিকের সমস্যা হল যে সে এতই স্লিম, যদি তার শরীরে অতিরিক্ত বোঝা থাকে, তাহলে সে নিস্তেজ হতে থাকবে। তার শরীরের কিছু পেশী দরকার” – পান্ডিয়াকে নিয়ে সালমান বাট

“দক্ষতার দিক থেকে সে আরও দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য হবার ক্ষমতা রাখে। ও যেভাবে ব্যাটিং আর বোলিংটা করে, এক কথায় অসাধারণ। ওর বোলিং অ্যাকশনটা অনেক সুন্দর। শুধু ওর শরীরটা অতিরিক্ত চাপ নিতে পারতেছে না। সবার আগে নিজের শরীর নিয়েই কাজ করা উচিত ওর” -নিজের ইউটিউব চ্যানেলে বলছিলেন বাট

ইনজুরিতে পরে করা হচ্ছেনা বোলিংটাও

কপিল দেব এবং ইমরান খানের সাথে পান্ডিয়ার তুলনা টেনে বাট বলেন ইমরান এবং কপিল উভয়েরই পেশী এবং বলিষ্ঠ শরীর ছিল যা তাদের ক্যারিয়ারকে বড় করতে সহযোগিতা করেছে।

“যদি আপনি হার্দিক পান্ডিয়াকে কপিল দেব বা ইমরান খানের সাথে তুলনা করেন, তাহলে তারা ওর চেয়ে অনেক বেশি ফিট ছিলেন। ইউটিউবে আপনি তাদের ভিডিও দেখতে পারেন। হার্দিক পান্ডিয়ার দেহে কোনো সমস্যা আছে কিনা আমি জানি না। ফিজিও এবং প্রশিক্ষকদের অবশ্যই তার সাথে কথা বলা উচিত” -ইমরান খান এবং কপিল দেবের সাথে তুলনায় বাট

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img