ম্যাচের আগে হত্যার হুমকি পেয়েছিলেন, তবে কিসের কি! কোস্টারিকার বিপক্ষে আনহেল দি মারিয়া শুধু খেললেনই না গোল করে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে সমতায়ও ফেরালেন। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল স্টেডিয়ামে লিওনেল মেসিবিহীন ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান বিশ্বকাপজয়ীরা। আর্জেন্টিনার হয়ে গোলের দেখা পেয়েছেন আনহেল দি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লাওতারো মার্তিনেজ।
কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আলবিসেলেস্তেরা। তবে তবে ম্যাচের ৩৪ মিনিটে ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। প্রথমার্ধে গোল হজম করেই বিরতিতে যায় আর্জেন্টাইনরা।
ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি। তবে পরের মিনিটেই মিলেছে ফ্রি কিক পেয়ে কোস্টারিকা গোলকিপার কেইলর নাভাসের বাঁ পাশ দিয়ে গোল জালে জড়ান দি মারিয়া! ১-১ গোলে সমতায় ফেরার ৪ মিনিট পরেই হেড করে গোল করেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কোস্টারিকার জালে শেষ পেরেক ঠুকে দেন লাওতারো মার্তিনেজ। ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে রদ্রিগো দি পলের পাস পেয়ে গোল করেন এই স্ট্রাইকার। নির্ধারিত সময় শেষে ৩-১ গলের জয় নিয়েই মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল…