২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত

- Advertisement -

দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে ভারত। শিরোপা জয়ের পর দেখা গেছে ভারতীয় খেলোয়াড়-টিম ম্যানেজমেন্টের সদস্যরা করেছেন বাঁধভাঙ্গা উদযাপন। তবে বাকিদের থেকে কিছুটা ভিন্ন উদযাপন দেখা গেছে অধিনায়ক রোহিত শর্মার। ট্রফি জয়ের পর পিচের মাটি খেয়েছিলেন রোহিত। তার এই কাজের সাথে মিল ছিল টেনিস তারকা নোভাক জোকোভিচির। তবে ঠিক কি কারণে এমনটা করেছিলেন ভারতীয় অধিনায়ক জানিয়েছেন নিজেই।

বিসিসিআই এর প্রকাশিত এক ভিডিওতে পিচের মাটি খাওয়া প্রসঙ্গে রোহিত বলেন, “সারাজীবন এই মাঠ এবং পিচকে মনে রাখব। তাই এর এক টুকরো আমার সাথে রাখতে চেয়েছি”

তবে অন্য কাউকে দেখে এমনটা করেননি জানিয়ে রোহিত বলেন, “কোনও কিছুই পরিকল্পিত ছিল না। এটা খুবই সহজাত একটা ব্যাপার ছিল। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমার সারাজীবন মনে থাকবে। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল”

এর আগে উইম্বলডন জিতে কোর্টের মাটি মুখে দিয়ে শিরোপা উদযাপন করেছিলেন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচিও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img