গুঞ্জন ছিলো পিছিয়ে যেতে পারে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম। সত্যিই সেটা পিছিয়ে যাচ্ছে তিন সপ্তাহ। ১৮ জানুয়ারি থেকে পিছিয়ে এখন শুরু হবে ৮ ফেব্রুয়ারি। আর ১০ থেকে ১৩ জানুয়ারি পুরুষদের কোয়ালিফাইং রাউন্ড হবে কাতারের দোহাতে।
করোনা পরস্থিতির কারনে এমন সিদ্ধান্ত নিয়েছে এটিপি। খেলোয়াড়রা মেলবোর্ন পৌছাবে ১৫ জানুয়ারি। সেখানে কোয়ারেন্টিন থাকতে হবে ১৪ দিন।
মেলবোর্নে অবশ্য প্রস্তুতির সুযোগ থাকছে খেলোয়াড়দের। জানুয়ারিতে মেলবোর্নে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এটিপি ২৫০ ও এটিপি কাপে অংশ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য নিজেদের প্রস্তুতিটা সেরে নেতে পারবেন টেনিস তারকারা।