১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

পিসিবির ‘সবচেয়ে মূল্যবান’ ক্রিকেটার রিজওয়ান  

- Advertisement -

২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বছরের ‘মোস্ট ভ্যালুয়েবল’ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মোহাম্মদ রিজওয়ান। বছরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারের জন্য রিজওয়ান বাবর আজম, হাসান আলি এবং শাহীন শাহ আফ্রিদিকে পেছনে ফেলেছেন তিনি।

“পাকিস্তানের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসাবে বিবেচিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ২০২১ সালে সব ফরম্যাটে দলের দুর্দান্ত পারফরম্যান্সে অবদান রাখতে পেরে আমি অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট”-বলছিলেন রিজওয়ান  

বছরের ‘মোস্ট ভ্যালুয়েবল’ ক্রিকেটারের পুরস্কার অর্জনের পাশাপাশি এই উইকেটরক্ষক ব্যাটার পিসিবির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেও বিবেচিত হয়েছেন।

“ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ২০২১ সাল, আমার জন্য একটি ব্যতিক্রমী বছর ছিল। বছরের শুরুতেই আমি যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করতে সক্ষম হই, তখন থেকেই সেই আত্মবিশ্বাস এবং গতিকে বছরের বাকি সময় ধরে রেখেছিলাম“- আরও যোগ করেন  

২০২১ সালে মোহাম্মদ  রিজওয়ান ব্যাট হাতে ৯ টেস্টে ৪৫৫ রান, ৬ ওয়ানডেতে ১৩৪ রান এবং ২৯ টি-টোয়েন্টি ম্যাচে ১৩২৬ রান করেছেন। এছাড়াও সমস্ত ফরম্যাটে উইকেটের পিছনে দাঁড়িয়ে ৫৬টি ডিসমিসাল পেয়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img