৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পেনাল্টি মিস করেও বিশ্ব চ্যাম্পিয়নদের জয়

- Advertisement -

প্রত্যাশিত হলেও কাজাখস্তানের মাঠে জিততে বেশ ঘাম ঝরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপের ডি গ্রুপের ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফ্রেঞ্চরা, আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

১৯ মিনিটে বার্সেলোনার ফরোয়ার্ড উসমান দেম্বেলে ডি বক্সের ডান দিক থেকে দৌড়ে এসে বাম কর্ণার বরাবর নিচু শটে বল জড়ান জালে। দ্বিতীয় গোলটা আত্মঘাতী। প্রথমার্ধের শেষ দিকে কাজাখস্তানের ডিফেন্ডার সের্হি মালাই কর্নার ক্লিয়ার করতে গিয়ে উল্টো বল জড়িয়ে দেন নিজেদেরই জালে, দুই গোলের লিড পায় ফ্রেঞ্চরা।

পুরো ম্যাচে ১৫টা শট নিয়েছে ফ্রান্স যার মধ্যে নয়টাই “অন টার্গেট”, এর মধ্যে একটা আবার পেনাল্টি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৭৪ মিনিটে, ওই পেনাল্টি মিস করেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। যদিও আগের দুই গোলই জেতার জন্য যথেষ্ট ছিল।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে “ডি” গ্রুপের শীর্ষে ফ্রান্স। প্রথম ম্যাচে ইউক্রেনের সাথে ১-১ গোলে ড্র করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচ বুধবার, ফ্রান্সের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img