১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

পেলের রেকর্ড ভেঙ্গে আবেগপ্রবণ মেসি!

- Advertisement -

মেসি বন্দনায় কয়েকদিন আগেই মেতেছিলেন ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। তাঁর ৬৪৩ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলার দিনে মেসিকে অভিনন্দন জানান ব্রাজিলিয়ান কিংবদন্তী। অর্থের ঝনঝনানিতে এক ক্লাবে এখন ফুটবলাররা বেশি সময় থাকেন না। এমন যুগে এক ক্লাবের জার্সিতে মেসির অর্জনে মুগ্ধ পেলে।

পেলেকে ছাড়িয়ে যেতে মেসি খেলেছেন ৭৪৯ ম্যাচ, ১৭ মৌসুম। আর সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৬৫ ম্যাচ খেলে ৬৪৩ গোল করেছিলেন পেলে। ভায়াদোলিদের বিপক্ষে পেলেকে ছাড়িয়ে যাওয়ার দিনে বার্সা তারকাকে মাঠে ছুঁয়ে গেছে রোমাঞ্চ। ম্যাচ শেষে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রেকর্ড গড়ে মেসি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম ভাবিনি কোন রেকর্ড ভাঙ্গতে পারবো বলে। পেলের এই রেকর্ড ভাঙ্গবো তা তো কল্পনাই করিনি। ধন্যবাদ এত বছর ধরে যারা আমাকে সাহায্য করেছেন। আমার পরিবার, সতীর্থ, বন্ধু এবং প্রতিদিন আমাকে যারা সমর্থন করেন সকলকে ধন্যবাদ”।

মৌসুম শেষে মেসি বার্সায় থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। এখন অবধি যা পরিস্থিতি, তাতে সেই সম্ভাবনা নাই বললেই চলে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img