সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আসা চেলসি এবার সেমিফাইনালের পথে। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটা। আগামী মঙ্গলবার ফিরতি লেগে হার এড়াতে পারলেই শেষ চারে খেলা নিশ্চিত হবে ব্লুজদের। করোনাভাইরাসের কারণে দুই লেগের ম্যাচই হচ্ছে সেভিয়ার মাঠে ।
পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছে পোর্তো, আক্রমণ ঠেকাতে হাঁপিয়ে উঠছিল চেলসির ডিফেন্ডাররা। একের পর এক সুযোগ তৈরি করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি পর্তুগিজ ক্লাবটি। উল্টো দুই গোল খেয়ে হেরেছে ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়ের সুর বেজে উঠেছে পোর্তোর।
নতুন কোচ টমাস টুখেলের ছোঁয়ায় বদলে গেছে ব্লুজরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত ছিল চেলসি, গেল সপ্তাহে ওয়েস্টব্রমের কাছে হেরে ছন্দপতন হয়েছিল দলটার। অবশ্য ছন্দে ফিরতে সময় লাগেনি ইংলিশ জায়ান্টদের। ম্যাচের ৩২ মিনিটে চেলসিকে লিড এনে দেয় মেসন মাউন্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার প্রথম গোল।
প্রথম গোলের সাথে নতুন রেকর্ডও গড়লেন মাউন্ট। চেলসির সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপের মঞ্চে নকআউট পর্বে গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার। বুধবার রাতে মাউন্টের বয়স ছিল ২২ বছর ৮৭ দিন। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে জালে পাঠান বেন চিলওয়েল। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।