৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

হ্যাটট্রিক হিরোকে পোলার্ডের ছয় বলে ছয় ছক্কা

- Advertisement -

কাইরন পোলার্ড আবারও দেখিয়ে দিয়েছেন টি টোয়েন্টিতে তাঁর চেয়ে বড় হিটার খুব কমই আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পোলার্ড আকিলা ধনাঞ্জয়ার এক ওভারে ছয়টি ছয় মারেন।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় ধনাঞ্জয়া দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেছিলেন তৃতীয় ওভারেই পোলার্ড তার হ্যাটট্রিকের খুশিকে দুঃখে রূপান্তরিত করেন। ১৩২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে পোলার্ড ১১ বলে ৩৮ রান করে আউট হন, তবে তার আগে তার দলের জয় নিশ্চিত করে গিয়েছেন এই ক্যারিবিয়ান।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কার প্রথম রেকর্ড গড়েছিলেন হার্শেল গিবস। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ছয়টি ছয় মারেন তিনি। এর পরে সেই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। তাদের নামের পাশে নিজের নাম লিখালেন পোলার্ড।

স্কোর: শ্রীলঙ্কা ১৩১/৯  (ধনাঞ্জয়া  ৩/৬২) , ওয়েস্ট ইন্ডিজ ১৩৪/৬ (পোলার্ড ৩৮)

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img