ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাত ৯:৩০ মিনিটে ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না পেপ গার্দিওলার দলের। লিগে বর্তমান চ্যাম্পিয়নরা আছে দুই নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ফিল ফোডেন-আর্লিং হালান্ডরা। ম্যানইউকে হারাতে পারলে লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারবে তারা। রেড ডেভিলদের হারালে সিটেজেনদের সাথে অলরেডদের পয়েন্টের ব্যবধান হবে ১।
এরিক টেন হাগের দলের বিপক্ষে মাঠে নামার আগে হুলিয়ান আলভারেজ-কেভিন ডি ব্রুইনাদের সাম্প্রতিক ফর্ম স্বস্তি দিচ্ছে সমর্থকদের। লিগে সবশেষ ৫ ম্যাচে অপরাজিত গার্দিওলার দল, ৪ জয়ের বিপরীতে ড্র ১টি। এছাড়াও ম্যানইউয়ের বিপক্ষে সাম্প্রতিক পারফর্ম্যান্স সিটিজেনদের আশার পালে হাওয়া দিচ্ছে। দুই দলের সবশেষ দুবারের দেখায় প্রতিবারই বড় ব্যবধানে জয় পেয়েছে সিটি। ব্রুনো ফার্নান্দেজদের বিপক্ষে ফোডেন ও হালান্ডের হ্যাটট্রিকে ৬-৩ গোলের জয় পেয়েছিল গার্দিওলার দল।
তবে ম্যানইউয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে শ্রদ্ধা করছেন সিটি বস। গার্দিওলা বলেন, “ইউনাইটেডের কাছ থেকে আমি সেরাটাই আশা করি। কিন্তু তারা কী করছে, সেটা নিয়ে আমি কথা বলব না। প্রতিপক্ষের প্রতি আমার অনেক শ্রদ্ধা”
মৌসুমের শুরুর দিকে ধুঁকতে থাকলেও আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেওয়া শুরু করেছে টেন হাগের দল। লিগে সবশেষ ৫ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে ম্যানইউ, বিপরীতে হেরেছে মাত্র ১টি ম্যাচ।
দেখা যাক, ম্যানচেস্টার ডার্বিতে সিটিজেনদের হারিয়ে প্রতিশোধ নিতে পারে কিনা রেড ডেভিলরা। সেটা দেখার জন্য সমর্থকদের ৯:৩০ মিনিট পর্যন্ত।