বেশ কিছুদিন পর দেশে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট; বাড়তি রং লাগাতে মাঠে ফিরেছে দর্শক। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের। অনেকদিন পর একাদশে ফিরেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন শামীম পাটোয়ারী।
বাংলাদেশ একাদশঃ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান