২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

প্রথম রাউন্ডটা ভালোভাবে পার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: নান্নু

- Advertisement -

বড় লক্ষ্য এখনই নয়, বরং টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড ভালোভাবে পার করাকেই প্রাথমিকভাবে পাখির চোখ করবে বাংলাদেশ, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বৃহস্পতিবার দুপুরে  টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন তিনি।

বড় কোন চমক নেই, সাম্প্রতিক সিরিজসমূহে ঘুরিয়ে-ফিরিয়ে যাদের খেলানো হয়েছে তাদের মধ্য থেকে ১৫ জনকেই বিশ্বকাপের মূল দল হিসেবে চূড়ান্ত করেছে নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ে এই ক্রিকেটাররাই রেখেছেন ভূমিকা। তবুও, এই দল নিয়ে বিশ্বকাপে নূন্যতম কতোদূর পর্যন্ত যাওয়ার আত্মবিশ্বাস বা প্রত্যাশা রয়েছে নির্বাচকদের? বিশ্বকাপে বাংলাদেশের সুনির্দিষ্ট লক্ষ্যটাই বা কি? দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের মধ্যে এই প্রশ্নদুটিও ঘুরেফিরে উঠেছে।

টাইগারদের বিশ্বকাপ দল

জবাবে প্রধান নির্বাচক নান্নু অবশ্য জানালে্‌ এখনই দূরের লক্ষ্যস্থির করার চেয়ে প্রাথমিক লক্ষ্য অর্জনই বেশি গুরুত্বপূর্ণ তাঁর কাছে।

“সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ হল প্রথম যে রাউন্ডটা আমরা খেলবো। এই রাউন্ড সফলভাবে শেষ করার পরেই মূল পর্বে আমরা কতোদূর যেতে পারব সে বিষয়ে চিন্তা-ভাবনা শুরু হবে। প্রতিটা ম্যাচই খুব খুব গুরুত্বপূর্ণ। ওমানে গিয়ে আমরা প্রথম যে প্র্যাক্টিস ম্যাচটা খেলবো সেটিও আমাদের পরিকল্পনায় ভূমিকা রাখবে। আগাম এই জায়গায় বসে কিছু বলা কঠিন”- বলেছেন নান্নু।

নির্দিষ্ট কোন লক্ষ্য নয়, বরং টি-টোয়েন্টি ফরম্যাটে নির্দিষ্ট দিনে নিজেদের সেরা খেলাটা খেলতে পারাটাই মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মনে করেন নান্নু।

“দল কতোদূর যাবে সেই লক্ষ্যটা মূলতঃ ঠিক করবে টিম ম্যানেজমেন্ট।  টি-টোয়েন্টিতে আগেভাগে কিছু বলাও কঠিন। আমরা শুধু চাই আমরা নিজেদের সেরা খেলাটা সেরা দিনে খেলবো। প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারলেই বিশ্বকাপে ভালো কিছু আশা করছি।“

সাম্প্রতিক সিরিজগুলোতে খেলা ক্রিকেটারদের নিয়েই গঠিত হয়েছে দল

মূলদলের সাথে ‘অতিরিক্ত’ দু’জন খেলোয়াড় মিলিয়ে মোট ১৭ জনের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী নির্বাচক প্যানেল, জানিয়েছেন নান্নু।

“আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী এই দলের ওপর। কারণ এই দল নিয়েই আমরা ধারাবাহিকভাবে তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি – জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা হোমে প্রতিটি সাদা বলের সিরিজই জিতেছি। আমরা আত্মবিশ্বাসী যে এ ধারাবাহিকতা রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের দল ভাল করবে।“ – দল নিয়ে বলেছেন নান্নু।

বিশ্বকাপে বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অতিরিক্ত খেলোয়াড়: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img