৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

প্রথম রাউন্ডেই বাদ বাংলাদেশি আর্চার সাগর

- Advertisement -

একমাত্র বাংলাদেশি অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন আর্চার সাগর ইসলাম। তরুণ এ আর্চার পদক জিতবেন এমনটা আশা কেউই করেননি। তবে প্যারিস অলিম্পিকে তার ভালো করার দিকেই নজর ছিল সবার। সাগর সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।

প্রথম রাউন্ডেই সরাসরি সেটে বাদ পড়েছেন সাগর। ইতালির মাউরো নেসপলির কাছে ৬-০ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে সুযোগ পাওয়া এ আর্চার। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে সাগরকে হারিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতা নেসপলি।

সাগরের আগে প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়েছেন বাংরাদেশের সামিউল ইসলাম ও রবিউল ইসলাম। ১০ মিটার এয়াররাইফেলের বাছাইপর্ব উতরাতে পারেননি রবিউল। সাঁতারে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করা সামিউলও বাদ পড়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img