২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

প্রথম শ্রেণীর ক্রিকেটে নাসুম আহমেদের মাইলফলক

- Advertisement -

চট্টগ্রামে বিসিএলের সেকেন্ড রাউণ্ডের ম্যাচ চলাকালীন প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নর্থ জোনের শফিকুল ইসলামকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে এই কীর্তি গড়েছেন তিনি।

২৩টি প্রথম শ্রেণীর ম্যাচেই এই মাইলফলক ছুঁয়েছেন নাসুম। দিনশেষে তাকে ‘১০০’ খোদাই করা একটি বোর্ডও দেওয়া হয়।

নাসুমের ৬ উইকেটের সুবাদে নর্থ জোন ৩৮৫ রানে অলআউট হয়েছে। এরপর সাউথ জোন ২ উইকেট হারিয়ে ১১২ রান করে দিনশেষ করে।

বিসিএলের অপর ম্যাচে মিরপুরে টপ অর্ডারের ব্যর্থতার পরও এখনো অলআউট হয়নি সেন্ট্রাল জোন। তাইবুর পারভেজের ৭৬ ও জাকের আলি অনিকের ৯২ এর সুবাদে দিনশেষে ৯ উইকেটে ২২৩ রান নিয়ে শেষ করেছে তারা। পেসার এনামুল হক ৫০ রানে ২ উইকেট ও আসাদুজ্জামান পায়েল ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img