৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

প্রায় নয় মাস পর বল হাতে মাশরাফি

- Advertisement -

করোনাভাইরাস বিরতির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট খেলেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটেও ছিলেন না তিনি, তবে জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কয়েক দিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি কাপে মাশরাফিকে দেখা যেতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে।

আজ বিজয়ের মাসের পয়লা দিনই মিরপুরের আউটার গ্রাউন্ডে বল হাতে অনুশীলন করতে দেখা গেছে মাশরাফিকে, বোলিং শুরুর আগে করেছেন ওয়ার্ম আপও। প্রায় নয় মাস পর বাইশ গজে ফিরলেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি। মাঝে চোট আর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই ক্রিকেট থেকে মাশরাফির এই বিরতি।

ছবি: অলরাউন্ডার

শুরুর দিনে স্পট বোলিং করেছেন নড়াইল এক্সপ্রেস। অনুশীলন দেখে মনেই হয়নি তিনি লম্বা সময় পর বল হাতে মাঠে নেমেছেন।

মাশরাফির অনুশীলনে ফেরার মধ্য দিয়ে আভাস পাওয়া যাচ্ছে টি-টোয়েন্টি কাপে তার অন্তর্ভুক্তির। যেকোনো দলের জার্সিতেই দেখা যেতে পারে বাংলাদেশের সফলতম এই পেসারকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img