২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

প্রিমিয়ার লিগে ম্যানইউয়ের জয়, স্পেনে হারলো আতলেতিকো

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে নিজেদের ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে হ্যারি কেইনের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে স্পেনে, টেবিল টপ আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লিগ জমিয়ে তুলেছে সেভিয়া।

টানা নয় ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড রোববার ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামে ব্রাইটনের বিপক্ষে। ইউনাইটেডের প্রথমার্ধ ছিলো বেশ মলিন। তাদের ব্যাকফুটে চলে যাওয়ার সুযোগটাই কাজে লাগায় ব্রাইটন। তেরো মিনিটে ড্যানি ওয়েলব্যাকের হেড ম্যানইউ গোলরক্ষক হেন্ডারসন ফিরিয়ে দিলেও রিবাউন্ডে গোল করেন ওয়েলব্যাক। সাবেক রেড ডেভিলের গোলটা বিরতির পর শোধ করে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে নিজের ঊনিশতম গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড, ৬২ মিনিটে। ম্যাচের ৮৩ মিনিটে পল পগবার অ্যাসিস্ট,
মেসন গ্রিনউডের হেড, ২-১ এ জয় নিশ্চিত করে ওলে গানার সুলশারের দল।

সিটির সাথে ১৪ পয়েন্টের ব্যবধানে, ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটন আছে টেবিলের ষোলোতে।

ঘরের মাঠ সেইন্ট জেমস পার্ক কাঁপিয়েছে নিউক্যাসল ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পারকে নাজেহাল করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। ২৮ মিনিটে ১-০ তে স্বাগতিকদের লিড এনে দেন ব্রাজিলিইয়ান ফরোয়ার্ড জোয়েলিন্টন। মিনিট দুই পরেই গোল শোধ করেন মৌসুমের টপ স্কোরার, স্পার্স স্ট্রাইকার হ্যারি কেইন। চার মিনিটের ব্যবধানে কেইনের আরেক গোল। ম্যাচে ফিরতে মরিয়া নিউক্যাসলকে ৮৫ মিনিটে সমতায় ফেরান জো উইলোক।

৩০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে থাকলো টটেনহ্যাম হটস্পার, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে একধাপ নিচে লিভারপুল।

স্পেনে অঘটন ঘটিয়েছে সেভিয়া, বাড়িয়ে দিয়েছে লা লিগার প্রতিযোগিতা। আতলেতিকো মাদ্রিদকে হোম ম্যাচে হারিয়েছে ১-০ গোলে। সাত মিনিটে ওকাম্পসের পেনাল্টি মিসের পর, সেভিয়ার জয়সূচক গোল আসে ৭০ মিনিটে, আর্জেন্টাইন লেফট ব্যাক মার্কোস আকুনার হেডে। লা লিগায় মৌসুমের তৃতীয় হার নিয়ে, ২৯ ম্যাচে শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ৬৬। সমান ম্যাচে তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সেভিয়া থাকল চারে, পয়েন্ট ৫৮।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img